আপনার আর্থিক নিরাপত্তায়

শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১২

আমাদের প্রতিষ্ঠানের হিসাব সংক্রান্ত কিছু তথ্য ঃ

ভিলেজ ফাস্ট সমবায় সমিতি আপনাকে দিচ্ছে তিন ধরনের হিসাব খোলার সুবিধা।

বিস্তারিত -

1. বিএফ সঞ্চয়
              এটি একটি সহজ পদ্ধতির হিসাব প্রক্রিয়া। এই হিসাবে গ্রাহকগন মাসে যতবার ইচ্ছা অর্থ জমা করতে পারবেন। এবং কিছু শর্ত মোতাবেক আবার উত্তোলন করতে পারবেন। তবে এই হিসাব খাতে গ্রাহককে মাসেক নূন্যতম 100 টাকা জমা করতে হবে। এর মুনাফা নির্দিষ্ট নয়। এর নূণ্যতম মেয়াদ 3 বছর

2. বিএফ বিনিয়োগ (কিস্তি) -
              এটি একটি ক্রমবর্ধমান হিসাব প্রক্রিয়া। এতে গ্রাহক মাসিক যে কোন নির্দিষ্ট পরিমাণ অর্থের সমন্বয়ে হিসাব খুলতে পারবেন। তবে অর্থ উত্তোলন করতে পারবেন না। যদি গ্রাহক নূন্যতম মাসিক 100 টাকা হারে জমা করেন তবে 5 বছরে জমাকৃত টাকার পরিমাণ হবে 6000 টাকা। ভিলেজ ফাস্ট সমবায় সমিত তাকে 9000 টাকা প্রদান করবে। এর মেয়াদ নূন্যতম 5 বছর।

3. বিএফ বিনিয়োগ -
              এই হিসাব প্রক্রিয়ায় গ্রাহক যে কোন পরিমাণ অর্থ সরাসরি প্রদান করতে হবে। মোট জমাকৃত টাকার বিপরীতে 4 বছরে দ্বীগুন প্রদান করা হবে। লক্ষনীয় এ টাকার লভ্যাংশ গ্রাহক মাসিক হিসেবে উত্তোলন করতে পারবে।

বিশেষ দ্রষ্টব্য ঃ মুনাফার হার হালাল হওয়ার কারনে সামান্য কমবেশী হতে পারে।

বিস্তারিত ঃ প্রধান কার্যালয়
                   ধামঘর, মুরাদনগর, কুমিল্লা।